সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
[আরও পড়ুন: কেন জি-২০ সামিট এড়ালেন জিনপিং? জবাব জয়শংকরের]
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশে হানা দিয়েছিল চিনা বেলুন। সমুদ্রের ধারে সেটিকে গুলি করে নামায় মার্কিন প্রশাসন। চিনের বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ। তার পরই একটি রিপোর্ট পেশ করে ওয়াশিংটন জানিয়েছিল, চিনের নিশানায় রয়েছে ৪০টি দেশ। যার মধ্যে আছে ভারতও। বেলুন পাঠিয়ে ভারতের নানা জায়গা থেকে তথ্য চুরি করার পরিকল্পনা রয়েছে বেজিংয়ের। ফলে মণিপুরের আকাশে দেখা পাওয়া উড়ন্ত যানটি যে চিনা বেলুন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বলে রাখা ভালো, লাদাখে সীমান্ত সংঘাত, ভারত মহাসাগরে লালফৌজের আগ্রাসী মেজাজ-সহ একাধিক বিষয়ে ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে কমিউনিস্ট দেশটি। তার মাঝে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে চিনের নয়া ম্যাপ বিতর্ক। বিতর্কিত মানচিত্রে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে পড়শি দেশটি। ফলে দুদেশের মধ্যে টানাপোড়েন সপ্তমে।
[আরও পড়ুন: উত্তরকাশী বিপর্যয়ে ভাঙল ঘুম! নির্মীয়মাণ সুড়ঙ্গগুলোর অবস্থা খতিয়ে দেখবে কেন্দ্র]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশে হানা দিয়েছিল চিনা বেলুন। সমুদ্রের ধারে সেটিকে গুলি করে নামায় মার্কিন প্রশাসন। চিনের বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ। তার পরই একটি রিপোর্ট পেশ করে ওয়াশিংটন জানিয়েছিল, চিনের নিশানায় রয়েছে ৪০টি দেশ। যার মধ্যে আছে ভারতও। বেলুন পাঠিয়ে ভারতের নানা জায়গা থেকে তথ্য চুরি করার পরিকল্পনা রয়েছে বেজিংয়ের। ফলে মণিপুরের আকাশে দেখা পাওয়া উড়ন্ত যানটি যে চিনা বেলুন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বলে রাখা ভালো, লাদাখে সীমান্ত সংঘাত, ভারত মহাসাগরে লালফৌজের আগ্রাসী মেজাজ-সহ একাধিক বিষয়ে ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে কমিউনিস্ট দেশটি। তার মাঝে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে চিনের নয়া ম্যাপ বিতর্ক। বিতর্কিত মানচিত্রে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে পড়শি দেশটি। ফলে দুদেশের মধ্যে টানাপোড়েন সপ্তমে।
[আরও পড়ুন: উত্তরকাশী বিপর্যয়ে ভাঙল ঘুম! নির্মীয়মাণ সুড়ঙ্গগুলোর অবস্থা খতিয়ে দেখবে কেন্দ্র]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Sangbad Pratidin News App
Más historias