20 de abril de 2025

Extraterrestres

Informaciones Exclusivas sobre extraterrestres y ovnis en todo el mundo.

UFO খুঁজতে বাংলার বায়ুসেনার ঘাঁটি থেকে উড়ল জোড়া রাফায়েল

UFO খুঁজতে বাংলার বায়ুসেনার ঘাঁটি থেকে উড়ল জোড়া রাফায়েল

ইম্ফল: ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ইম্ফল বিমানবন্দরের (Imphal Airport) কাছ দিয়ে উড়ে যাওয়া সেই অজানা বস্তু (UFO)-র হদিশ মেলেনি। এবার UFO-র খোঁজে নামল বায়ুসেনার যুদ্ধবিমান রাফায়েল জেট (Rafale Jet)। সোমবার ২টি রাফায়েল জেট পাঠানো হয়েছে। বায়ুসেনার তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, ইম্ফল বিমানবন্দরের কাছে UFO-র খবর পেয়েই নিকটস্থ বায়ুসেনা ঘাঁটি থেকে রাফায়েল যুদ্ধবিমান পাঠানো

ইম্ফল: ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ইম্ফল বিমানবন্দরের (Imphal Airport) কাছ দিয়ে উড়ে যাওয়া সেই অজানা বস্তু (UFO)-র হদিশ মেলেনি। এবার UFO-র খোঁজে নামল বায়ুসেনার যুদ্ধবিমান রাফায়েল জেট (Rafale Jet)। সোমবার ২টি রাফায়েল জেট পাঠানো হয়েছে। বায়ুসেনার তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, ইম্ফল বিমানবন্দরের কাছে UFO-র খবর পেয়েই নিকটস্থ বায়ুসেনা ঘাঁটি থেকে রাফায়েল যুদ্ধবিমান পাঠানো হয়।

বায়ুসেনার পূর্ব কম্যান্ডের তরফে জানানো হয়, ইম্ফল বিমানবন্দরে UFO-র হদিশ পেতেই পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে রাফায়েল যুদ্ধ বিমান পাঠানো হয়। প্রথম রাফায়েল জেটটি খোঁজ চালিয়েও UFO-র কোনও হদিশ পায়নি। সেটি ফিরে আসার পর সোমবার দুপুরে আরও একটি রাফায়েল জেট পাঠানো হয়। সেটিও তল্লাশি চালাচ্ছে। কিন্তু, এখনও এলাকায় সেই UFO-র হদিশ মেলেনি।

অন্যদিকে, ইম্ফল বিমানবন্দরের কাছে উড়ে আসা অজানা বস্তুর হদিশ না পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। চিনা সীমান্ত-সংলগ্ন ইস্টার্ন সেক্টরের সমস্ত বায়ুসেনা ঘাঁটি থেকে সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে বলে বায়ুসেনার তরফে জানানো হয়।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, রবিবার বিকালে ইম্ফল বিমানবন্দরের কাছে এক অজানা উড়ন্ত বস্তু (UFO) দেখা যায়। সিআইএসএফ-এর তরফে জানানো হয়, অজানা উড়ন্ত বস্তুটিকে এয়ারফিল্ডের পশ্চিম দিকে উড়ে যেতে দেখা যায়। সেটি ঠিক কী বস্তু, তা স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক ছড়ায় ইম্ফল বিমানবন্দর চত্বরে। সতর্কতা হিসাবে বেশ কিছুক্ষণের জন্য ইম্ফল বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৩ ঘণ্টা বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকে। নির্ধারিত বিমানের অনেকগুলি গুয়াহাটি বিমানবন্দরে পাঠানো হয়। যার মধ্যে কলকাতা থেকে ইম্ফলগামী একটি বিমানও ছিল।